মোটরসাইকেলকে চাঁদের গাড়ির ধাক্কা, কাঠমিস্ত্রি নিহত

রাউজান প্রতিনিধি | বুধবার , ৩ মে, ২০২৩ at ৬:০১ পূর্বাহ্ণ

রাউজানের হলদিয়া ইউনিয়নের ইয়াছিনশাহ সড়কে বেপরোয়া গতির একটি ইটবাহী চাঁদের গাড়ির (জিপ) ধাক্কায় মো. আলমগীর (৪০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে স্থানীয় কাঁঠালতল এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত আলমগীর পেশায় কাঠমিস্ত্রি। তিনি ডাবুয়া ইউনিয়নের খলিফার বাড়ির মৃত নুরুল ইসলামের তৃতীয় পুত্র। স্থানীয়রা জানিয়েছেন, হতভাগা আলমগীর মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। এসময় ইটবাহী গাড়িটি বেপরোয়া গতিতে এসে মোটরসাইকেলকে ধাক্কা দিলে আলমগীর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠালে সেখানে তিনি মারা যান।

পূর্ববর্তী নিবন্ধপাঁচ হাজার মিটার ঘেরাজাল জব্দ
পরবর্তী নিবন্ধপটিয়ায় মসজিদের গ্রিল কেটে ব্যাটারি চুরি