মোজাম্বিকে বাইক দুর্ঘটনায় বাঁশখালীর যুবকের মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ২২ আগস্ট, ২০২৩ at ১০:৩৪ পূর্বাহ্ণ

আফ্রিকার মোজাম্বিকে মোটরসাইকেল দুঘর্টনায় বাঁশখালীর মো. সাইফুল আজমের (৩২) মৃত্যু হয়েছে। গত রোববার রাত স্থানীয় সময় সাড়ে ১০টার সময় দুঘর্টনায় আহত হওয়ার পর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে রাতে সাইফুলের মৃত্যু হয়।

জানা যায়, বাঁশখালীর সরল ইউনিয়নের কাহারঘোনা গ্রামের মাওলানা আবদুল আজিজের ছোট ছেলে সাইফুল আজম প্রায় এক যুগের বেশি সময় ধরে আফ্রিকার মোজাম্বিকে ব্যবসা করেন। গত রোববার মোটরসাইকেল নিয়ে ব্যবসার কাজে বের হলে দুঘর্টনায় গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে রাতে তার মৃত্যু হয়। তার স্ত্রী ও তিন মেয়ে রয়েছে। গতকাল সোমবার বাংলাদেশ সময় রাত ৯টায় জানাজা শেষে আফ্রিকার মোজাম্বিকে তাকে দাফন করা হয় বলে নিশ্চিত করেন পরিবারের লোকজন।

পূর্ববর্তী নিবন্ধরামুতে ছাত্রীকে স্কুল থেকে তুলে নেয়ার চেষ্টা, দুই বখাটের জেল
পরবর্তী নিবন্ধদ্বি-পাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে চিটাগাং উইম্যান চেম্বার ভূমিকা রাখছে