মোছাম্মৎ ফাতেমা বেগম

| বুধবার , ২ জুন, ২০২১ at ১১:২২ পূর্বাহ্ণ

ফটিকছড়ি বারৈয়ারহাট কাজিরখীল নিবাসী মোছাম্মৎ ফাতেমা বেগম (৭০) গতকাল ১ জুন সকাল ৭টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৩ মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। ওইদিনই বাদ আছর বারৈয়ারহাট কাজিরখীল জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে ডা. নেজাম উদ্দিন, ইকবাল চৌধুরী, ফটিকছড়ি তাজেদারে মদিনা ফোরাম ওমানের সভাপতি নাছের আহমদ লিপু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, কাজিরখীল হিলফুল ফুজুল সংগঠনের সভাপতি মুহাম্মদ সালাউদ্দিনসহ সংগঠনের সকল সদস্য শোক জানিয়েছেন। উল্লেখ্য, ফাতেমা বেগম হিলফুল ফুজুলের সাধারণ সম্পাদক জুবায়েদ হোসেনের নানী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষক হরিপদ সাহা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে বিক্ষোভ ও প্রতিবাদ