মোছলেম উদ্দিন ও নুরুল আলম ছিলেন দলের দু:সময়ে ত্যাগী ও নিবেদিত প্রাণ

স্মরণ সভায় মোতাহেরুল ইসলাম চৌধুরী

| সোমবার , ৯ অক্টোবর, ২০২৩ at ১০:২৪ পূর্বাহ্ণ

বোয়ালখালী উপজেলা যুবলীগের উদ্যোগে দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সংসদ সদস্য মরহুম মোছলেম উদ্দিন আহমদ ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আলম স্মরণে সভা গত শনিবার অনুষ্ঠিত হয়। উপজেলার গোমদন্ডী ফুলতল চত্তরে উপজেলা যুবলীগের সভাপতি হাজী আবদুল মান্নান রানার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সায়েম কবিরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ম ম টিপু সুলতান চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক আবদুল কাদের সুজন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন মো. এমরান, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আফসার উদ্দিন সেলিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, ভাইচ চেয়ারম্যান এস এম সেলিম, পৌরমেয়র মো. জহুরুল ইসলাম জহুর। বক্তব্য রাখেন শামীম আরা বেগম, মো. শফিউল আলম, এসএম জাকারিয়া, এস এম জসিম উদ্দীন, অ্যাডভোকেট শাহাদাত কবির বাহাদুর, শফিউল আজম শেফু, শেখ শহিদুল আলম, কাজী শারমিন সুমি, রাশেদুল আলম সুমন, ফরিদুল আলম, প্রদীপ দে, হাসেম সিদ্দিকী, নেজাম উদ্দিন, রাসেল তালুকদার, আব্দুল করিম, যীশু দে, মো. সরোয়ার আলম, নাসির উদ্দিন, মো. ইউসুফ, নূর মোহাম্মদ, জুয়েল ঘোষ, সমীরণ চক্রবর্তী, মোবারক হোসেন সুমন, নাসিম চৌধুরী, মিজানুর রহমান বাপ্পি প্রমুখ। প্রধান অতিথি বলেন, মোছলেম উদ্দিন ও নুরুল আলম ছিলেন আওয়ামীলীগের দু:সময়ের ত্যাগী ও নিবেদিত প্রান। আওয়ামীলীগের দু:সময়ে তারা হাল ধরে রাজনীতিতে যে অবদান রেখেছিলেন তা কখনো ভুলার নয়। তাদের মতো মানুষরা রাজনীতিতে আমাদের যে শিক্ষা দিয়ে গেছেন তা আমাদের জন্য অনুসরণীয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্লাটবেড ওনার্স এসোসিয়েশনের সভা
পরবর্তী নিবন্ধপূজায় থাকবে সিএমপির ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা