নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেয়ার পর চট্টগ্রাম–৮ আসনের আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদ গতকাল সোমবার রাতে এই আসনের সদ্য প্রয়াত সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনকে সাথে নিয়ে প্রয়াত সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের লালখান বাজারস্থ বাসভবনে দেখা করতে যান। এসময় নোমান আল মাহমুদ মোছলেম উদ্দিন আহমদের সহধর্মিণী শিরিন আহমদসহ পরিবারের খোঁজ খবর নেন এবং উপ নির্বাচনে তার দোয়া এবং সহযোগিতা চান।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. তিমির বরণ চৌধুরী, মো. ইসা, মো. সেলিম উদ্দিন, লালখান বাজার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমসহ স্থানীয় নেতৃবৃন্দ।