মোছলেম উদ্দিন আজীবন বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিকে এগিয়ে নিতে সোচ্চার ছিলেন

চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের শোকসভায় বক্তারা

| রবিবার , ৯ এপ্রিল, ২০২৩ at ৫:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের উদ্যোগে চট্টগ্রাম দক্ষিণজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দীন আহমদ এমপির শোকসভা গতকাল পরিষদের সভাপতি এ.এম.মাহবুব উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মফিজুর রহমান।

পরিষদের সাধারণ সম্পাদক লিয়াকত আলী খান ও অধ্যাপিকা নিশাত হাসিনা শিরিনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবুল কাশেম চিশতী, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোজাফফর আহমদ, পরিষদের উপদেষ্ঠা ইউছুফ সিকদার, বীর মুক্তিযোদ্ধা আবুল বশর ভুঁইয়া, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ, প্রফেসর ড. ওমর ফারুক মিয়াজী, পরিষদ নেতা এড. কামরুন নাহার, সাবেক কাউন্সিলর অধ্যাপিকা রেখা আলম চৌধুরী, ব্যাংকার একরাম হোসেন, ইঞ্জিনিয়ার শহীদুল আলম, এড. আবু নাসের চৌধুরী, দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি শাহিদা আকতার জাহান, লায়ন আবদুল কাইয়ুম, খুরশীদ রোকেয়া, লায়ন আবদুল কাইয়ুম, আবদুর রহমান, চৌধুরী আবুল কালাম, রেজাউল করিম চৌধুরী বাবুল, এড. নাসরিন আকতার চৌধুরী, কাজী আবদুল হাই, তারেক ইফতেখার ইম, সিরাজুল হক, হামিদ হোসাইন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি এম..মালেক, এস.এম. বোরহান উদ্দীন, স্বপন সেন, ইমতিয়াজ আহমদ, আসিফ ইকবাল, নাছির উদ্দীন, অচিন্ত্য কুমার দাশ প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন, জননেতা মোছলেম উদ্দীন আহমদ আজীবন বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিতে চির অবিচল ছিলেন। দলের নেতাকর্মীদের ঐক্যের প্রতীক হিসেবে তিনি কাজ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে জুয়ার আসরে হানা, দুই জনের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে দুরন্ত দুর্বারের আলোচনা সভা