মোগলটুলী ব্লাড ডোনেশন সোসাইটি প্রতিষ্ঠা কাল থেকে এই পর্যন্ত মুমূর্ষু রোগীর জন্য প্রায় ৫২০ ব্যাগের অধিক ব্লাড ডোনেট করে। পাশপাশি করোনাকালে সংগঠনের স্বেচ্ছাসেবীরা ইমার্জেন্সি অক্সিজেন সাপোর্ট, সামাজিক জনসচেতনতা মূলক কাজ, রক্তদানে উৎসাহ, রক্তদানের উপকারীতা, মাদকবিরোধী বিভিন্ন কাজ নিয়ে মানুষের মাঝে সচেতনতা তৈরী করে আসছে।
গত ২৪ জুন সোসাইটির ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প, ব্লাড গ্রুপ নির্ণয়, রক্তচাপ নির্ণয়, স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিতকরণ, আলোচনা সভা, সম্মাননা স্মারক প্রদানসহ ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের চিকিৎসক দ্বারা প্রায় ২০০ জন মানুষকে ডায়াবেটিক টেস্ট ও পরামর্শ প্রদান করা হয় এবং ৪০০ জনের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।
এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিল নজরুল ইসলাম বাহাদুর, নগর বাইশ মহল্লা সর্দার কমিটির সিনিয়র সহ-সভাপতি এস.এম.শওকত হোসেন কমরু, মোহাম্মদ রাশেদুল আলম আরাফাত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।