মোগলটুলীতে শিক্ষার্থীদের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয়

| রবিবার , ২০ নভেম্বর, ২০২২ at ১০:১৪ পূর্বাহ্ণ

মোগলটুলী বন্ধু মহলের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি গতকাল শনিবার সকালে মোগলটুলী এয়াকুব টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে। এলাকার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রায় শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

‘বন্ধু মহল’ মোগলটুলীর সদস্য মো. সালাহউদ্দিন সরকারের সভাপতিত্বে ও সদস্য আব্দুল লতিফের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২৮ নং পাঠানটুলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আবদুল কাদের। কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক শুকলাল দাশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগর বাইশ মহল্লা কমিটির সিনিয়র সহসভাপতি এস এম শওকত হোসেন কমরু, মোগলটুলী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মো. হাসান শরীফ, মাগলটুলী সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা, রাজনৈতিক ব্যক্তিত্ব মো. সিরাজুদ্দৌলা সিরু, সমাজ সেবক সালেহ আহমদ বি.কম, মোগলটুলী বারো কোয়াটার সমাজ মহল্লা কমিটির মো. আব্দুল বাতেন, পশ্চিম মাদারবাড়ী সামাজিক উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক অলি আহমদ, লিও বেঙ্গল সিটির প্রেসিডেন্ট কোহিনুর আকতার খানম, তোফাজ্জল হোসেন অপু, মো. সাইদুল আলম বুলবুল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশ্রমিক দল নেতা শেখ নুরুল্লা বাহারের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধপ্রথম বিভাগ ফুটবল লিগ কল্লোল রেলওয়ের জয়লাভ