নগরীর ডবলমুরিং থানাধীন মোগলটুলি এলাকায় এক জুয়ার আসর থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ। গত রোববার দিবাগত গভীর রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন প্রবীন্দ্র সাহা (৫৫), আব্দুর সাত্তার (৪৫), সুভাস সাহা (৪২), মদন চন্দ্র সাহা (৪৫), আব্দুল মালেক (৪৯), মো. সিরাজ (৪২), লিটন চন্দ্র সাহা (৫০) এবং রুপেশ সিকদার (৫০)। গতকাল সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোগলটুলি প্রফেসর লেইনের কেরামত আলীর মালিকানাধীন সেমিপাকা ঘরে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে আটজনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে সাতজন দই বিক্রেতা এবং একজন প্রবাসী। তাদের কাছ থেকে নগদ ৫ হাজার ৬৫০ টাকা এবং জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।