চন্দনাইশ সমিতি–চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের মাতা মোকারমা বেগম (৮১) গতকাল শুক্রবার সকালে বার্ধক্য জনিত কারণে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৪ মেয়ে, নাতি–নাতনিসহ অনেক আত্মীয়–স্বজন ও গুণগ্রাহী রেখে যান। গতকাল বাদে আসর চন্দনাইশ পৌরসদরস্থ হযরত শাহ আমিনুল্লাহ (রাহ.) সংলগ্ন মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তার মৃত্যুতে চন্দনাইশ সমিতি–চট্টগ্রামের সভাপতি মাকসুদুর রহমান, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডা. শাহাদৎ হোসেন, মানবকল্যাণ পরিষদ চট্টগ্রামের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী, সাধারণ সম্পাদক ওসমান গনী, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ এরশাদসহ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।