মৈতলা সদ্ধর্ম জ্যোতি বিহারে চীবর দান

| রবিবার , ১৯ অক্টোবর, ২০২৫ at ১১:০৩ পূর্বাহ্ণ

পটিয়া উপজেলাধীন সমৃদ্ধ বৌদ্ধপল্লী মৈতলা সদ্ধর্ম জ্যোতিঃ বিহারে কঠিন চীবর দান গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত হয়। দিনব্যাপী সংঘদান ও কঠিন চীবর দানে পুরোহিত্য করেন শাসনমিত্র মহাস্থবির। উদ্বোধনী বক্তব্য রাখেন বৌদ্ধ সমিতির যুগ্ম মহাসচিব অরুন কুমার বড়ুয়া দেবু। প্রধান অতিথি ছিলেন পটিয়া সম্মিলিত বৌদ্ধ পরিষদের সভাপতি ডা. মৃদুল বড়ুয়া চৌধুরী।

অলোচনায় অংশগ্রহণ করেন শীলরক্ষিত মহাস্থবির, বোধিরতন মহাস্থবির, জিনালংকর মহাস্থবির, পরমানন্দ মহাস্থবির, জ্ঞানমিত্র ভিক্ষু প্রমুখ। বিশেষ অতিথি ছিলেনবৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির ভাইসচেয়ারম্যান সজীব বড়ুয়া ডায়মন্ড ও অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু।

বক্তব্য রাখেন অধ্যাপক অমলেন্দু বিকাশ বড়ুয়া, সদুল কান্তি বড়ুয়া, সুশীল বড়ুয়া, কানন বড়ুয়া। অনুষ্ঠানে পটিয়া সম্মিলিত বৌদ্ধ পরিষদের সভাপতি ডা. মৃদুল বড়ুয়া চৌধুরী ও সাধারণ সম্পাদক ডা. টিংকু বড়ুয়াকে সংবর্ধনা প্রদান করা হয়। পঞ্চশীল প্রার্থনা করেন ডা. দুলাল বড়ুয়া ও নীলরতন বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন তাপস বড়ুয়া। অনুষ্ঠানে যুব সংগঠন মৈতলা নবীন সংঘের পক্ষ থেকে কৃতী শিক্ষার্র্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধহালিশহরে জামায়াতের উঠান বৈঠক
পরবর্তী নিবন্ধমানুষের কল্যাণে রাজনীতি করছি, ভোগবিলাসের জন্য নয়