মে মাসে ৩ দিন করে দু’বার ছুটির ফাঁদ

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৭ এপ্রিল, ২০২৫ at ৪:২২ পূর্বাহ্ণ

ঈদে টানা ৯ দিনের লম্বা ছুটির পর এবার মে মাসে আরো দু’বার তিন দিন করে ছুটির ফাঁদে পড়তে যাচ্ছে দেশ। সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি বহু প্রতিষ্ঠানের চাকরিজীবীরা এই ছুটি উপভোগ করবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি ছুটির প্রজ্ঞাপন অনুসারে, আগামী ১ মে (বৃহস্পতিবার) আন্তর্জাতিক শ্রমিক দিবসের সরকারি ছুটি। এর সঙ্গে যোগ হচ্ছে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি। এতে একই সঙ্গে তিন দিন ছুটি পাচ্ছেন সরকারিসহ অধিকাংশ চাকরিজীবী।

মে মাসের দ্বিতীয় সপ্তাহে আরও একবার তিন দিনের ছুটি পেতে যাচ্ছেন তারা। আগামী ১১ মে (রোববার) বুদ্ধ পূর্ণিমার ছুটি। এর আগে দুদিন শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি। অর্থাৎ একই মাসে দুবার তিন দিন করে ছুটি পাচ্ছেন সরকারিসহ বিভিন্ন সেক্টরের অধিকাংশ চাকরিজীবী।

পবিত্র ঈদুল ফিতরে সরকারি চাকরিজীবীরা লম্বা ছুটি কাটিয়েছেন। ঈদ উপলক্ষে আগেই পাঁচ দিন টানা ছুটি ঘোষণা করেছিল সরকার। পরে নির্বাহী আদেশে আরও এক দিন (৩ এপ্রিল) ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এর ফলে এবার ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি কাটিয়েছেন চাকরিজীবীরা।

একই মাসে দুবার তিনদিন করে ছুটি পাওয়ায় সরকারি চাকরিজীবীরা বেশ খুশী বলে জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে ডাকাতের গুলি, সেনা সদস্য আহত
পরবর্তী নিবন্ধরাউজানের হত্যাকাণ্ডগুলো রাজনৈতিক নয়, চাঁদাবাজি ও মাটি-বালু নিয়ে