মে দিবসে কর্ণফুলীতে শ্রমজীবীদের র‌্যালি ও সমাবেশ

কর্ণফুলী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১ মে, ২০২৫ at ১০:৫০ অপরাহ্ণ

মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রামের কর্ণফুলীতে অনুষ্ঠিত হয়েছে শ্রমজীবী মানুষের র‌্যালি ও শ্রমিক সমাবেশ।

বৃহস্পতিবার (১ মে) সকালে উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় ব্যানার-ফেস্টুনসহ নানা উপকরণ নিয়ে র‌্যালিতে অংশ নেন শতাধিক শ্রমজীবী মানুষ। শ্রমিকদের অধিকার আদায়ের দাবিতে তারা বিভিন্ন স্লোগান দেন এবং একসঙ্গে শৃঙ্খলিতভাবে র‌্যালি প্রদর্শন করেন।

কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মনির আবছার চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. গিয়াস উদ্দিন ফয়সাল ফারুকী। সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মনির আহমেদ বাহাদুর (কন্ট্রাক্টর)। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আবদুল গফুর।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন চরপাথরঘাটা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মুহাম্মদ সেলিম খান, ইউনিয়ন জামায়াত সভাপতি মোহাম্মদ মুছা মেম্বার, কর্ণফুলী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল মনছুর এবং দুরন্ত দুর্বার সংগঠনের সভাপতি রমজান আলী রুমু।

এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা হাজী আবদুর রহমান, আকিব জাবেদ, ইলিয়াস খান, দক্ষিণ জেলা লেবার পার্টির সভাপতি ডা. মোহা. জুনু মিয়া, প্রত্যাশার সভাপতি মোহাম্মদ ফরিদ, শেখ আহমদ, আবদুল মোনাফ, ফয়েজ আহমেদ, আবদুর রহমান, আমিন খানসহ আরও অনেকে।

বক্তারা বলেন, শ্রমিকদের ন্যূনতম মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হলে রাষ্ট্রকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। শুধু শ্রম-বৈষম্য নয়, শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রেও বৈষম্য রয়ে গেছে, যা দূর করতে হবে।

উল্লেখ্য, ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে দৈনিক আট ঘণ্টা কর্মঘণ্টার দাবিতে শ্রমিকদের আন্দোলনে রক্তক্ষয়ী সংঘর্ষের স্মরণে দিবসটি বিশ্বের নানা দেশে ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ হিসেবে পালন করা হয়। বাংলাদেশেও এ দিনটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের প্রতীক দিবস হিসেবে উদযাপন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধজনগণ নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে ক্ষমা করবে না : খসরু