মে দিবসের অনুষ্ঠানে গিয়ে সংঘর্ষে জড়িয়েছে রেলওয়ে শ্রমিক লীগের দুই পক্ষ। এসময় মিজান (৩০) নামের একজন গুরুতর আহতসহ চার জন আহত হয়। গত সোমবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম রেলস্টেশনে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এ সময় ট্রেনের জন্য অপেক্ষায় থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত মিজানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মিজান সদরঘাট থানাধীন কামাল গেট পূর্ব মাদারবাড়ি এলাকার বাসিন্দা। মিজানের সহকর্মী মো. সোহেল জানান, মে দিবস উপলক্ষে রেলওয়ে শ্রমিক লীগের অনুষ্ঠান চলছিল। এ সময় আজমল ও অলিউল্লাহ সুমন নামে দু’জনের নেতৃত্বে কয়েকজন বহিরাগত এসে অতর্কিতে হামলা চালায়। ছুরিকাঘাতে মিজান আহত হয়।
জানা গেছে, সিরাজ গ্রুপ এবং অলিউল্লাহ সুমন গ্রুপের নেতা–কর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ চলছিল। মে দিবস উপলক্ষে দুই গ্রুপই পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে। নতুন রেল স্টেশনে সিরাজ গ্রুপের আয়োজনে অনুষ্ঠান চলাকালীন সময়ে পাশ দিয়ে মিছিল নিয়ে যায় অলিউল্লাহ সুমন গ্রুপ। এসময় উভয়পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হলে বিবাদে জড়ায় তারা।
রেলওয়ে শ্রমিক লীগের দুই পক্ষের মধ্যে মারামারি বিষয়ে চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মাজহারুল করিম আজাদীকে জানান, শ্রমিকদের অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। দুই–তিনজন আহত হয়েছে বলে শুনেছি। তবে তাদের নাম–ঠিকানা পাওয়া যায়নি। এ বিষয়ে কেউ অভিযোগও করেনি।
কোতায়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির আজাদীকে বলেন, এক পক্ষ মিছিল নিয়ে রেলস্টেশনে আসার পর অন্যপক্ষ তাদের ওপর হামলা করে। এরপর দফায় দফায় দুই পক্ষের সংঘর্ষ হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এদিকে ছুরিকাঘাতে আহত মিজান চমেক হাসপাতালের ২ নম্বর ক্যাজুয়ালটি ওয়ার্ডে চিকিৎসাধীন বলে জানিয়েছেন চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।