খাগড়াছড়ির গুইমারায় মেয়ের আকিকা অনুষ্ঠানে ফ্যান লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে বাবার। গতকাল বুধবার দুপুরে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া পিতার নাম মো. রুবেল (৩০)। তিনি পেশায় মাইক্রোবাসের চালক।
পারিবারিক সূত্রে জানা যায়, রুবেল সাতদিন আগে কন্যা সন্তানের পিতা হন। নবজাতকের আকিকা উপলক্ষে ঘরে উৎসবমুখর পরিবেশ ছিল। আত্মীয়–স্বজনদের উপস্থিতিতে রান্না–বান্নার কাজও প্রায় শেষ পর্যায়ে। এ সময় রুবেল গরম থেকে সবার স্বস্তির জন্য ফ্যানের লাইন ঠিক করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। উদ্ধার করে প্রথমে মানিকছড়ি হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রুবেলের মৃত্যু হয়।
তার এমন মৃত্যুতে আনন্দ মুহূর্তেই পরিণত হয় বিষাদে। স্ত্রীসহ স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠে। খুশির দিনে এমন অপ্রত্যাশিত মৃত্যু কেউ কল্পনাও করতে পারেনি। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।