মেয়েদের হ্যান্ডবলে গ্রুপ রানার্স আপ হয়েই ফাইনালে বাংলাদেশ

| মঙ্গলবার , ১৬ মে, ২০২৩ at ৭:২৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ ও ভারত ফাইনাল নিশ্চিত করেছে আগেই। বঙ্গবন্ধু আইএইচএফ চ্যালেঞ্জ ট্রফি ওমেন্স হ্যান্ডবল টুর্নামেন্টে গ্রুপের শেষ ম্যাচটি ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে গতকাল ১৫ মে গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের দুটি দলই মুখোমুখি হয় ভারতের। দুটি ম্যাচেই হেরে গেছে বাংলাদেশ। টুর্নামেন্টে ৩ ম্যাচে ২টিতে জয় পেয়েছে বাংলাদেশ। হেরেছে ১টি ম্যাচ। আর গ্রুপের তিনটি ম্যাচই জিতেছে ফেবারিট ভারত। আগামী ১৭ মে ফাইনালে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব১৭ দলকে ৪৩৩৩ গোলে হারায় ভারত। কিন্তু পরের ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব১৯ দল দাঁড়াতেই পারেনি ভারতীয় মেয়েদের সামনে। একপেশে লড়াইয়ে বাংলাদেশের জুনিয়র দলটি হেরেছে ৪০১৮ গোলের ব্যবধানে।

পূর্ববর্তী নিবন্ধআজ বিকেলে দেশে ফিরছে টাইগাররা
পরবর্তী নিবন্ধশেষ ম্যাচেও হেরে গেল বাংলাদেশের যুবারা