মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে তাদের সঙ্গে আছে পাকিস্তান, জিম্বাবুয়ে, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্র। আইসিসি মঙ্গলবার গ্রুপিং ঘোষণা করে। আগামী ২১ নভেম্বর হারারেতে শুরু হবে ২০২২ বিশ্বকাপের বাছাই পর্ব। প্রতিযোগিতাটি চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। ১০ দল নিয়ে আয়োজিত বাছাই পর্বের ‘এ’ গ্রুপে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা, আয়ারল্যান্ড, পাপুয়া নিউ গিনি ও নেদারল্যান্ডস। দুই গ্রুপ থেকে সেরা তিনটি করে দল নিয়ে আয়োজিত হবে সুপার সিঙ। চূড়ান্ত পর্বের জন্য সেরা তিন দল নির্বাচিত করা হবে এখান থেকে। বাংলাদেশ এখন পর্যন্ত খেলেনি ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে। এর আগে দুইবার বাছাই পর্ব খেলে তারা প্রতিবারই পঞ্চম হয়েছে।