মেয়েদের প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন মোহামেডান

| রবিবার , ১৯ জুন, ২০২২ at ১২:২৪ অপরাহ্ণ

মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ২০২১-২২ আসরের শেষ রাউন্ডে গতকাল শনিবার বিকেএসপিতে মোহামেডানের খেলার কথা ছিল ইন্দিরা রোড ক্রীড়া চক্রের বিপক্ষে। বৃষ্টির বাধায় পরিত্যক্ত হয় ম্যাচটি। একই কারণে পরিত্যক্ত হয়ে গেছে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ ও খেলাঘর সমাজ কল্যাণ সংঘের ম্যাচও। ১১ ম্যাচে ৮টি করে জয়ে মোহামেডান ও রূপালী ব্যাংকের পয়েন্ট সমান ১৯ করে।

তাদের মুখোমুখি লড়াইসহ দুই দলের তিনটি করে ম্যাচ হয় পরিত্যক্ত। নেট রান রেটে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান। এবার মোহামেডানের শিরোপা জয়ে ব্যাট হাতে বড় অবদান রাখেন ওপেনার ব্যাটার শামিমা সুলতানা। ৮ ইনিংসে ২ ফিফটিতে তিনি করেন দলের হয়ে সর্বোচ্চ ২৯৭ রান। ৬ ইনিংসে ২৯৪ রান করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক রুমানা।

রান সংগ্রাহকের তালিকায় সেরা পাঁচে অবশ্য মোহামেডানের কেউ নেই। ৯ ইনিংসে একটি সেঞ্চুরি ও ৫টি ফিফটিতে ৪৯০ রান করে চূড়ায় রূপালী ব্যাংকের ফারজানা হক পিংকি। বেশ কয়েকটি ইনিংসে অপরাজিত থাকায় জাতীয় দলের এই ব্যাটারের ব্যাটিং গড় ১৬৩.৩৩! ১০ ইনিংসে ওভারপ্রতি ৩.৩৬ রান দিয়ে ২২ উইকেট নিয়ে উইকেটশিকারির তালিকায় শীর্ষে আছেন বিকেএসপির পেসার মারুফা আক্তার। দলটির এখনও বাকি আছে একটি ম্যাচ। ৮ ইনিংসে ২০ উইকেট নেন রূপালী ব্যাংকের নাহিদা আক্তার। জাতীয় দলের বাঁহাতি এই স্পিনার ওভারপ্রতি রান দেন কেবল ১.৩৪!

পূর্ববর্তী নিবন্ধটানা ৯ ইনিংস দশের নিচে আউট মোমিনুল
পরবর্তী নিবন্ধসরফভাটায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত