গত বছর ভারতে অনুষ্ঠিত মেয়েদের আইপিএলে বাংলাদেশ থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে ডাক পেয়েছিলেন জাহানারা আলম। এবার তার সঙ্গী হতে যাচ্ছেন বাংলাদেশ নারী টি–টোয়েন্টি দলের অধিনায়ক সালমা খাতুন। এই প্রথম কোনো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি–টোয়েন্টি লিগ খেলতে যাচ্ছেন সালমা। আগামী ৪ থেকে ৯ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের শারজায় অনুষ্ঠিত হবে তিন দলের আসরটি। কাগজে–কলমে এই টুর্নামেন্টের নাম উইমেনস টি–টোয়েন্টি চ্যালেঞ্জ হলেও মেয়েদের আইপিএল হিসেবেই বেশি পরিচিত এটি। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড– বিসিবি সুত্রে জানা গেছে, সব ঠিক থাকলে ২১ অক্টোবর সালমা–জাহানারা আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। তার আগে বিসিবির তত্বাবধানে অনুষ্ঠিত তবে তাদের করোনা পরীক্ষা।