মেয়েকে টিকা দিতে এসে মা অজ্ঞান

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:২৩ পূর্বাহ্ণ

মেয়েকে করোনার টিকা দিতে এসে শিরিন আকতার নামে এক মায়ের অজ্ঞান হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল দুপুরে নগরীর এমএ আজিজ স্টেডিয়ামের সিজেকেএস কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সিজেকেএস কার্যালয়ে মেয়ে কামরুন্নাহার শাহেদাকে করোনার দ্বিতীয় ডোজ দিতে এনেছিলেন মা। মেয়ে টিকা নিতে দোতলায় যায়। তবে কোলে সন্তান নিয়ে মা নিচে দাঁড়িয়ে ছিলেন। দীর্ঘক্ষণ রোদে দাঁড়িয়ে থাকার কারণে হঠাৎ তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। সঙ্গে সঙ্গে শিরিন আকতারের কোলের সন্তানটিও ছিটকে দূরে পড়ে যায়। এ সময় পাশে থাকা নারীরা তাকে এবং তার বাচ্চাকে ধরাধরি করে তুলে নেন। এ সময় সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ইস্পাহানী প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ-২০২২ উদ্বোধন শেষে গাড়িতে উঠছিলেন। ঘটনা জানতে পেরে তিনি তৎক্ষণাৎ শিরিন আকতারকে সিজেকেএসের কক্ষে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। প্রাথমিক চিকিৎসা পেয়ে মুর্ছা যাওয়া শিরিন আকতারের জ্ঞান ফিরে আসে। পরে রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের মাধ্যমে মাইকিং করে মেয়েকে খুঁজে পাওয়ার ব্যবস্থা করা হয়। মেয়ের কাছ থেকে তার বাবার ফোন নম্বর নিয়ে ঘটনাটি জানান সাবেক মেয়র। পরে তাদের বাসায় পৌঁছে দেয়ার ব্যবস্থা করেন।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের ব্যাংক ব্যবস্থায় এজেন্ট ব্যাংকিং এবং প্রবাসীদের আয় প্রাপ্তি সুবিধা
পরবর্তী নিবন্ধবোয়ালখালী ইউপি নির্বাচনে বিজয়ীদের শপথ আজ