মেয়াদোত্তীর্ণ ৩০৫ সিএনজি টেক্সি স্ক্র্যাপ করল বিআরটিএ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১২ মে, ২০২২ at ১০:৩৬ পূর্বাহ্ণ

মেয়াদোত্তীর্ণ ২০০৫ মডেলের ৩০৫টি ফোর-স্ট্রোক থ্রি-হুইলার অটোরিক্সা স্ক্র্যাপ করা হয়েছে। গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত প্রতিস্থাপনের লক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কতৃপক্ষের (বিআরটিএ) ফোর-স্ট্রোক থ্রি-হুইলার অটোরিক্সা স্ক্র্যাপ কমিটি এ স্ক্র্যাপকরণ করেন। বিআরটিএর সহকারী পরিচালক (প্রকৌশলী) রায়হানা আক্তার উথী আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আজকে (গতকাল) কার্যালয় সম্মুখে ২০০৫ মডেলের ৩০৫টি ফোর-স্ট্রোক থ্রি-হুইলার অটোরিক্সা স্ক্র্যাপকরণ করা হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার চলবে এ কার্যক্রম। সর্বমোট ১০০৫টি মেয়াদোত্তীর্ণ ফোর-স্ট্রোক থ্রি-হুইলার অটোরিক্সা স্ক্র্যাপকরণ করা হবে। তিনি আরো বলেন, এ কার্যক্রম সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধইউসুফ এ্যাপারেলসের মালিক কারাগারে
পরবর্তী নিবন্ধচকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা