হজযাত্রীদের নিবন্ধনের সুবিধার্থে পাসপোর্টের মেয়াদ থাকার শর্ত শিথিল করেছে ধর্ম মন্ত্রণালয়। এর ফলে, মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েও হজযাত্রীরা নিবন্ধন করতে পারবেন। গতকাল মঙ্গলবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ–১ শাখা থেকে এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়েছে। হজ করতে সৌদি আরবে যেতে পাসপোর্টের অন্তত ছয় মাস মেয়াদ থাকতে হয়। এতদিন নিবন্ধনের জন্যও পাসপোর্টের মেয়াদের শর্ত ছিল। তা শিথিল করায় এখন মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েও নিবন্ধন করা যাবে। তবে ভিসা ইস্যুর জন্য পিআইডি নির্ধারণ করার সময় অবশ্যই মেয়াদ সম্বলিত পাসপোর্ট দিয়ে তথ্য হালনাগাদ করতে হবে। তা না হলে ভিসা মিলবে না। খবর বিডিনিউজের।
বেসরকারি ব্যবস্থাপনায় যারা হজে যেতে আগ্রহী, তাদের জন্য গত ৩০ সেপ্টেম্বর তিনটি হজ প্যাকেজ ঘোষণা করে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এর মধ্যে খাওয়া ও কোরবানিসহ বিশেষ হজ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৫০ হাজার টাকা। আর, সাধারণ প্যাকেজের মাধ্যমে হজ পালনে ব্যয় হবে ৫ লাখ ৫০ হাজার টাকা এবং সাশ্রয়ী হজ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫ লাখ ১০ হাজার টাকা।