কর্ণফুলীতে মেয়াদোত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রি ও মাস্ক না পরায় জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রবিবার বিকেলে এ অভিযানের নেতৃত্ব দেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা সুলতানা। এসময় বড়উঠান শাহমীরপুরে এলাকায় মেসার্স আজগর স্টোর, ১টি চায়ের দোকান ও ৬ ব্যক্তিকে মোট ৭ হাজার ১শ টাকা জরিমানা আদায় করা হয়।
শাহিনা সুলতানা বলেন, এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানের সময় উপজেলার ফকিরন্নিরহাট রাস্তার মাথায় উপস্থিত সাধারণ মানুষকে সতর্ক করা হয়।