মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধে সয়লাব কক্সবাজার

৭ ফার্মেসিকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা, ওষুধ জব্দ

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৪৫ পূর্বাহ্ণ

মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধে সয়লাব কক্সবাজার। এতে ক্রেতারা একদিকে ঠকছে, অন্যদিকে স্বাস্থ্যগত জটিলতার শিকার হচ্ছে। গতকাল মঙ্গলবার কক্সবাজার শহরে অভিযান চালিয়ে ৭ ফার্মেসি থেকে ১০ লাখ টাকার ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ জব্দ করেছে র‌্যাব। পরে ৭ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্বদানকারী র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান জানান, ভেজাল ওষুধ মজুত ও বিক্রির বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৫ এর ভ্রাম্যমাণ আদালত। অভিযানে শহরের হাসপাতাল সড়কস্থ আর আর ফার্মেসি, রামু প্লাস, প্রেসক্রিপশন ফার্মেসিসহ ৭ ওষুধ বিক্রয় প্রতিষ্ঠান থেকে ১০ লাখ টাকা মূল্যের মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধ জব্দ করা হয় এবং এসব ফার্মেসিকে চার লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত ওষুধ পরবর্তীতে ধ্বংস করা হবে। ওষুধ প্রশাসনের এক কর্মকর্তা জানান-ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন এসব ওষুধ বিক্রয়কে ঘিরে কক্সবাজারে গড়ে উঠেছে একটি চক্র। তাদের দমনে নেমেছে প্রশাসন।

পূর্ববর্তী নিবন্ধফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে তৈরি খাবার
পরবর্তী নিবন্ধহেলে পড়া ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলা ভেঙে ফেলা হচ্ছে