মেয়াদোত্তীর্ণ ওষুধ ও জেলিযুক্ত চিংড়ি বিক্রি

নগরীতে ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৮ এপ্রিল, ২০২১ at ৫:৫৮ পূর্বাহ্ণ

নগরীতে কাঁচাবাজার ও ওষুধের ফার্মেসিতে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় মেয়াদোত্তীর্ণ ওষুধ, জেলিযুক্ত চিংড়ি, পণ্যের মোড়কে মূল্য, এমনকি দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ৮ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নগরীর বায়েজিদ, বাংলাবাজার, গোলপাহাড়, চকবাজার, বঙিরহাট ও ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ভোক্তা অধিদপ্তর জানায়, অভিযানে বায়েজিদ বাজারের বরিশাল স্টোরকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ১ হাজার টাকা, ওবায়েদ ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৫ হাজার টাকা, গোলপাহাড় এলাকার সিরাজের মাংসের দোকানে মূল্যতালিকা না থাকায় ২ হাজার টাকা এবং একই অপরাধে চকবাজারের আমীর ভান্ডার পোলট্রিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংস করা হয়।
এছাড়া চকবাজার কাঁচা বাজারের মিন্টু সওদাগরের মাছের দোকানকে সিলিকা জেলিযুক্ত চিংড়ি মাছ বিক্রি করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় প্রায় ১২ কিলোগ্রাম জেলিযুক্ত চিংড়ি মাছ ধ্বংস করা হয়। দিদার মার্কেটে পণ্যের মোড়কে মূল্য, উৎপাদন তারিখ ও মেয়াদ না থাকায় গ্রিন টি স্টোরকে ৪ হাজার টাকা এবং ঘরোয়া শপকে (সুপার স্টোর) মূল্য তালিকা প্রদর্শন না করা ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে বঙিরহাটের জেনুইন বেকারিকে উৎপাদিত পণ্যের মোড়কে দাম না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় আ. লীগ কর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার ২৪
পরবর্তী নিবন্ধবেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল