মেয়র হজ্ব কাফেলা ট্যুরস্ এন্ড ট্রাভেলস এর ওমরাহ হজ্বের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকালে জামালখান প্রেসক্লাবস্থ সংস্থার অফিসে কোরআনখানি, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। কোরআনখানি ও দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে সংস্থার নির্বাহী পরিচালক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী প্রতিষ্ঠিত মেয়র হজ্ব কাফেলা দীর্ঘ প্রায় ২৬ বছর ধরে হাজীদের খেদমত করে আসছেন। মানসম্পন্ন সেবাদানের ফলে মেয়র হজ্ব কাফেলা দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। করোনাভাইরাস মহামারির কারণে বিগত ২ বছর বিদেশিদের জন্য সৌদি আরবে গিয়ে হজ্ব ও ওমরাহ পালন দীর্ঘদিন বন্ধ থাকলেও বাংলাদেশের জন্য ওমরাহ পালনের নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর মেয়র হজ্ব কাফেলার প্রথম ওমরাহ গ্রুপ চট্টগ্রাম থেকে সরাসরি সৌদি আরব গমন করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম নুরুল আনোয়ার, মো. ইসমাইল হোসেন, মো. ওয়াহিদ মুরাদ, মো. ইলিয়াছ, মো. দিদার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।