চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে ঘোষিত অধিকাংশ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী এম রেজাউল করিম চৌধুরী বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন।
মোট ৭৩৫টি কেন্দ্রের মধ্যে ৭০০ কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীকে রেজাউল করিম পেয়েছেন ৩ লাখ ৪৭ হাজার ৭৪২ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ৪৩৬ ভোট। বিডিনিউজ
বিক্ষিপ্ত সংঘর্ষে একজনের প্রাণহানি আর নানা অভিযোগের মধ্য দিয়ে বুধবার (২৭ জানুয়ারি) দিনভর ভোটগ্রহণ শেষে সন্ধ্যায়
ফলাফল ঘোষণা শুরু হয়।
নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়ামে ভোটের ফল ঘোষণা করছেন সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান।
এবার চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ৭৩৫টি ভোটকেন্দ্রের সবকয়টিতে ভোটগ্রহণ হয় ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে(ইভিএম)।
এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ৪৬ হাজার ৬৭৩ জন এবং নারী ভোটার ৯ লাখ ৯২ হাজার ৩৩ জন।
২০১৫ সালের ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশনের আগের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আ জ ম নাছির উদ্দীন বিএনপি সমর্থিত প্রার্থী এম মনজুর আলমকে হারিয়েছিলেন এক লাখের বেশি ভোটে।
আ জ ম নাছির পেয়েছিলেন ৪ লাখ ৭৫ হাজার ৩৬১ ভোট। সাবেক মেয়র মনজুর পেয়েছিলেন ৩ লাখ ৪৮ হাজার ৩৭ ভোট।
সেবার ভোট শুরুর তিন ঘণ্টার মধ্যে ভোট ডাকাতির অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন মনজুর।
এবার বিএনপি নির্বাচনে থাকলেও ‘দখলদারিত্বের’ কারণে কোনো ভোটই হয়নি বলে প্রতিক্রিয়া জানিয়েছে দলটি।