মেয়র শিক্ষাবৃত্তি পরীক্ষা আজ

| শনিবার , ১০ জানুয়ারি, ২০২৬ at ৬:৫৩ পূর্বাহ্ণ

সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন কর্তৃক প্রবর্তিত ‘মেয়র শিক্ষাবৃত্তি২০২৫’ এর পরীক্ষা আজ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীর তিনটি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার কেন্দ্রগুলো হলোকোতোয়ালী থানাধীন রেয়াজউদ্দিন বাজার আমতল মোড়ে অবস্থিত অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, চকবাজারকাপাসাগোলা সড়কের অবস্থিত কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও আগ্রাবাদ চৌমুহীন এলাকায় অবস্থিত পাঠানটুলী খান সাহেব সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়। প্রথম বারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া মেয়র শিক্ষাবৃত্তি পরীক্ষায় চসিকের ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানসহ নগরীর ১২৪টি বিদ্যালয়ের দুই শ্রেণীর ৩,৫৩৭ জন ছাত্রছাত্রী অংশ নিচ্ছে। এর মধ্যে ৬ষ্ঠ শ্রেণিতে ১ হাজার ৭৭৫ ও ৭ম শ্রেণিতে ১ হাজার ৭৬২ জন।

বৃত্তি আয়োজন সংক্রান্ত এক সমন্বয় সভা সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে পরীক্ষা পরিচালনা কমিটির যুগ্মআহবায়ক ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যক্ষ আবু তালেব বেলাল ও পরিচালনা কমিটির কোঅর্ডিনেটর আবু মোশাররফ রাসেল সার্বিক প্রস্তুতি সম্পর্কে সবাইকে অবহিত করেন। প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব রোমা বড়ুয়া, পাঠানটুলী খান সাহেব সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব আখতার হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনওগাঁয় প্রশ্নপত্র দিতে ১৮ লাখ টাকায় চুক্তি, আটক ১৮
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার