মেয়র বাড়ি সমাজ কল্যাণ পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক

| শনিবার , ৬ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:২৪ পূর্বাহ্ণ

আকবর শাহ থানাধীন মেয়র বাড়ি সমাজ কল্যাণ পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক গতকাল অনুষ্ঠিত হয়েছে। এলাকার সামাজিক উন্নয়ন এবং জনকল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় নিয়ে নতুন এই কমিটি তাদের যাত্রা শুরু করল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোস্তফা হাকিম গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মোহাম্মদ সারওয়ার আলম। বক্তব্যে তিনি সমাজের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেন এবং নতুন কমিটির সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র এম মনজুর আলম। তিনি বক্তব্যে সামাজিক দায়বদ্ধতা এবং জনগণের পাশে থাকার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, একটি শক্তিশালী সমাজ গঠন করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিশেষ অতিথি ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আয়কর বিভাগের অতিরিক্ত উপকমিশনার মাহবুব রশিদ, ডা. মেজবাহ উদ্দিন তুহিন, নেছার আহমেদ, নুরুর রশিদ, আব্দুস সোবহান, ইদ্রিস মিয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজামাল ভুইয়া জানেন না তিনি খেলবেন কিনা
পরবর্তী নিবন্ধমুক্তিযুদ্ধ আর বাহাত্তরের সংবিধানের প্রশ্নে সিপিবি আপস করবে না