আসন্ন চসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৃণমূল এনডিএমের চেয়ারম্যান খোকন চৌধুরী গতকাল শনিবার নগরীর ৩৮নং ও ৩৯নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। তিনি কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে জনসাধারণের কাছে হাতি মার্কায় ভোট প্রার্থনা করেন এবং সর্বসাধারণের নিকট দোয়া প্রার্থনা করেন। গণসংযোগকালে উপস্থিত ছিলেন তৃণমূল এনডিএমের সেলিম উল্লাহ, রূপন কুমার দাশ, ফরিদা ইয়াসমিন, আবদুল জলিল, রফিক আহমদ লিটন, সাগর দে, প্রবীর দাশ, সুকুমার দত্ত, সঞ্জয় দাশ, বিপ্লব বড়য়া, আসমা বেগম, শিরীনা বেগম, মনি বেগম, প্রীতি দাশ, কেশব দে, মো. জসিম উদ্দীন, সুমন কুমার দাশ, হৃদয় দাশ, মোহাম্মদ টিপু, সুলতানা রূপা, পলি দে, কলি আক্তার, সানজিদা আক্তার প্রমুখ। গণসংযোগকালে খোকন চৌধুরী বলেন, আমি মেয়র হতে চাই মানুষের সেবা করার জন্য। প্রেস বিজ্ঞপ্তি।