কক্সবাজার পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই–বাছাইকালে একজন স্বতন্ত্র মেয়র প্রার্থী ও তিন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই–বাছাইকালে নানা অসঙ্গতির কারণে এসব প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এসএম শাহাদত হোসেন বলেন, মেয়র পদে আল যুবায়ের চৌধুরী মানিকের মনোনয়ন বাতিল করা হয়েছে ঋণ খেলাপির জামিনদাতা হিসেবে। এ ছাড়া ঋণ খেলাপি হওয়ায় ১ নং ওয়ার্ডের মোস্তাক আহমদ ও ৮নং ওয়ার্ডের খোরশেদ আলম চৌধুরীর এবং আয়কর রিটার্নের রশিদ জমা না দেওয়ায় ১১ নং ওয়ার্ডের মো. শফিউল আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়। গত মঙ্গলবার কক্সবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত মো. মাহবুবুর রহমান চৌধুরী, সাবেক মেয়র সরওয়ার কামাল, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাসেদুল হক রাশেদ ও তার স্ত্রী জোসনা হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. জাহেদুর রহমান ও জগদীশ বড়ুয়া পার্থসহ ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়া চারটি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ১৬ জন ও বারোটি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। গত ৩ এপ্রিল নির্বাচন কমিশন কক্সবাজার পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী প্রত্যাহারের দিন আগামী ২৫ মে, প্রতীক বরাদ্দ ২৬ মে এবং ভোটগ্রহণ ১২ জুন। ১২টি ওয়ার্ড নিয়ে গঠিত কক্সবাজার পৌরসভার এবার মোট ভোটার সংখ্যা ৯৪ হাজার ৮০২ জন। সর্বশেষ কক্সবাজার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৮ সালের ২৫ জুলাই। নির্বাচনে মেয়র পদে জয়লাভ করেছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নৌকার মনোনীত প্রার্থী মুজিবুর রহমান। গত নির্বাচনে মেয়র পদে বিএনপি ও আওয়ামী লীগের প্রার্থীসহ মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া ১২টি সাধারণ কাউন্সিলর পদে ৬৪ জন এবং ৪টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।