মেয়র পদে ৩ ও কাউন্সিলর পদে ৫১ জনের মনোনয়ন ফরম সংগ্রহ

চন্দনাইশ পৌর নির্বাচন

চন্দনাইশ প্রতিনিধি | সোমবার , ১১ জানুয়ারি, ২০২১ at ৭:১২ পূর্বাহ্ণ

চন্দনাইশ পৌরসভা নির্বাচনে গতকাল রোববার পর্যন্ত মেয়র পদে ৩ জন ও কাউন্সিলর পদে ৫১ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মিনহাজুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে চন্দনাইশ পৌরসভা নির্বাচনে মনোনয়ন ফরম বিতরণ শুরু করা হয়। প্রথম দিন ২০ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়ন ফরম নিয়েছিলেন। গতকাল রোববার মেয়র পদে ৩ জন ও কাউন্সিলর পদে ৩১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এর মধ্যে ৪ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। গতকাল মেয়র পদে বিএনপি সমর্থিত দক্ষিণ জেলা বিএনপি নেতা মো. জসিম উদ্দিন, মো. ইখতিয়ার হোসেন, পৌরসভা ছাত্রদল নেতা মো. সেলিম উদ্দিন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

পূর্ববর্তী নিবন্ধদেশের চলমান উন্নয়নে প্রকৌশলী সমাজের অবদান গুরুত্বপূর্ণ
পরবর্তী নিবন্ধফেব্রুয়ারিতে হচ্ছে না বইমেলা : বাংলা একাডেমি