মেয়র পদে দুজনসহ ৬৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

দোহাজারী পৌর নির্বাচন

চন্দনাইশ প্রতিনিধি | মঙ্গলবার , ২০ জুন, ২০২৩ at ৫:৫০ পূর্বাহ্ণ

চন্দনাইশের নবগঠিত দোহাজারী পৌরসভার প্রথম নির্বাচনে ২ জন মেয়র ও ৬৬ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এতে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. লোকমান হাকিম ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মো. জায়নুল আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে মামলা জনিত তথ্য গোপন করায় স্বতন্ত্র প্রার্থী আবদুল্লাহ আল নোমান বেগ ও ২১ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। গতকাল সোমবার উপজেলা ভিডিও কনফারেন্স রুমে মনোনয়নপত্র যাচাইবাচাই শেষে উপজেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা যায়। তবে বাতিল হওয়া প্রার্থীরা আগামী ২০ জুন থেকে ২২ জুনের মধ্যে আপিল করতে পারবেন।

জানা যায়, নবগঠিত দোহাজারী পৌরসভার প্রথম নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ৩ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৮ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৬৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এরমধ্যে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১নং আসনে ইয়াছমিন আকতার ও ফিরোজা বেগম এবং ২নং আসনে রাজিয়া সুলতানার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। সাধারণ কাউন্সিলর ১নং ওয়ার্ডে মোহাম্মদ দিলদার হোসেন, ২নং ওয়ার্ডে মো. শাহ আলম, মো. আরিফুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন, ৩নং ওয়ার্ডে মোহাম্মদ ওমর ফারুক, আবদুল লতিফ রবিন, মো. নুরুল ইসলাম বাদশা, ৪নং ওয়ার্ডে মো. নাজিম উদ্দীন, নাসির উদ্দীন, কামাল উদ্দীন, ছৈয়দ মোহাম্মদ ইয়াছিন আলী, ৫নং ওয়ার্ডে শহিদুল ইসলাম, মো. ফজলুল হক, ৭নং ওয়ার্ডে আবদুর রশিদ, ৮নং ওয়ার্ডে তপন দাশ, ৯নং ওয়ার্ডে মোহাম্মদ ফারুক, মো, নাজিম উদ্দীন, মো. সাইফুদ্দিনের মনোনয়নপত্র বাতিল হয়।

আগামী ২৫ জুন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, ২৬ জুন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ এবং আগামী ১৭ জুলাই ইলেক্ট্রনিক ভোটিং মেশিন ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধচবির প্রাক্তন শিক্ষার্থীর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধসরকার মুক্তিযুদ্ধের স্বপক্ষের তাই আবারো নৌকায় অবিচল থাকুন