মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবলের প্রথম সেমিফাইনাল আজ

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ২৫ নভেম্বর, ২০২৫ at ৮:২০ পূর্বাহ্ণ

সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। প্রথম সেমিফাইনালে অংশ নেবে চট্টগ্রাম মোহামেডান স্পোর্র্টিং ক্লাব এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ। দুপুর ২.৩০ টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে এ খেলা শুরু হবে। আগামীকাল ২৬ নভেম্বর বুধবার, দুপুর ২.৩০ টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন এবং এস এ ফ্যামিলি স্পোর্টস ক্লাব।

পূর্ববর্তী নিবন্ধউৎসব সুপার মার্কেটের ব্লগিং প্রতিযোগিতায় সেরা ১০ কনটেন্ট ক্রিয়েটর সম্মানিত
পরবর্তী নিবন্ধনির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না খেলোয়াড়রা : এনএসসি