সিসিএস মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৫ দলের সাথে মিডিয়া উপ কমিটির মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্টিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মিডিয়া উপ কমিটির আহবায়ক মোহাং শাহজাহান। এতে বক্তব্য রাখেন সিজেকেএস ক্লাব সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম, সহ–সভাপতি মাহাবুবুর রহমান, সদস্য দেবাশীষ বড়ুয়া দেবু, এজেডএম হায়দার, মোহাম্মদ সেলিম, সাইফুল্ল্যাহ চৌধুরী, মোহাম্মদ ফারুক, তাজুল ইসলাম, সোহেল সরওয়ার সহ সংলিষ্ট কর্মকতারা। সভায় মিডিয়া কমিটির পক্ষ থেকে আসন্ন মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টকে সফল ও সুন্দর করতে খেলোয়াড় ও কর্মকর্তাদের মাঠে সুন্দর পরিবেশ ও শৃংখলা বজায় রাখার জন্য দলগুলোর প্রতি আহবান জানানো হয়। মতবিনিময় সভায় অংশগ্রহণকারী দলের কোচ, ম্যানেজার ও অধিনায়ক দলের প্রস্তুতি ও লক্ষের কথা তুলে ধরেন। উল্লেখ্য আগামী ২৯ অক্টোবর থেকে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হচ্ছে সিজেকেএস ক্লাব সমিতির আয়োজনে ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র ডাঃ শাহাদাত হোসেনের পৃষ্ঠপোষকতায় ৫ দলের অংশগ্রহণে মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্ট।
টুর্নামেন্টে অংশ গ্রহণকারী দল সমুহ হচ্ছে মোহামেডান স্পোটিং ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, কল্লোল সংঘ গ্রীন, এস এ ফ্যামিলি স্পোর্টস ক্লাব এবং সিটি কর্পোরেশন একাদশ। দলগুলোর কোচ যথাক্রমে মোহাম্মদ নাসির, নাজিম উদ্দীন নাজু, সামশুউদ্দিন চৌধুরী, সাজু এবং আনোয়ার হোসেন বক্তব্য রাখেন।












