মেয়র কাপ অ-১৬ ক্রিকেট টুর্নামেন্টের বিবর্ণ শুরু

সহজ জয়ে শুভ সূচনা এস এস ক্রিকেট একাডেমির

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ৭ জুন, ২০২৩ at ৬:০০ পূর্বাহ্ণ

তপ্ত রোদ, খেলাটা বাচ্চাদের। টুর্নামেন্টটা সিটি মেয়রের নামে। তিনিই থাকার কথা ছিল প্রধান অতিথি। কিন্তু তিনি এলেন না। তাও বাচ্চাদের সাড়ে তিন ঘন্টার মত অপেক্ষা করিয়ে। দুপুর দেড়টায় আয়োজকরা জানালেন সিটি মেয়র আসবেন না। অথচ এর আগ পর্যন্ত সবাই তপ্ত রোদে অপেক্ষা করছিল নগর পিতার জন্য। অপেক্ষা করতে করতে এক সময় বেলা এক টায় খেলা শুরু করে দেওয়া হয়। তারও আগে বেশ কয়েকজন অতিথি চলে গেছেন বিরক্ত হয়ে। আর সে খেলা চলাকালেই সিটি কর্পোরেশনের বেশ কয়েকজন কাউন্সিলর টুর্নামেন্টের উদ্বোধন করেন তড়িঘড়ি করে। এমনই হতশ্রী এবং বিবর্ণ এক পরিবেশে নগরীর কর্নফুলী সেতু সংলগ্ন সিটি কর্পোরেশন স্টেডিয়ামে শুরু হলো চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ আয়োজিত মেয়র কাপ অনূর্ধ্ব১৬ টিটোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। উদ্বোধনী দিনে ৯ উইকেটের সহজ জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করল এস এস ক্রিকেট একাডেমি। তারা হারিয়েছে উদীয়মান ক্রিকেট একাডেমিকে। ম্যাচ সেরা হয়েছে এস.এস. ক্রিকেট একাডেমির মো. ইয়াসিন। প্রথমে ব্যাট করতে নামা উদীয়মান ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৮৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে ২৪ রান করে আসে রুবায়েত খান এবং নুরুল আবসারের ব্যাট থেকে। এছাড়া দুই অংকের ঘরে যেতে পেরেছে ১৪ রান করা আল আমিন হোসেন। এস এস ক্রিকেট একাডেমির পক্ষে ৩টি উইকেট নিয়েছে মো. এয়াছিন। এছাড়া ২টি উইকেট নিয়েছে দেলোয়ার হোসেন। একটি করে উইকেট নিয়েছে রকিবুল, সুমন, সুজন এবং জয়। ৮৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩.১ ওভারে এক উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। দলের পক্ষে রাকিবুল ২৩ রান করে আউট হলেও ৪৪ রান করে অপরাজিত থাকে মাহিন হাসান। এছাড়া ৮ রান করে অপরাজিত থাকে সায়মন।

এর আগে চসিক একাদশের সাধারণ সম্পাদক মো. আলী আকবরের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ রাশেদ। বিশেষ অতিথি কাচ্চি ডাইন এর চেয়ারম্যান হাজী মো. শাহবুদ্দিন তালুকদার। উদ্বোধক হিসেবে ছিলেন চসিক ক্রিড়া একাদশের চেয়ারম্যান আতাউল্লাহ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও চকবাজার ওয়ার্ড কাউন্সিলর নুর মুস্তফা টিনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগীর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১৫,২০,১৪ আন্‌জুমান আরা, ১৭,১৮,১৯ শাহিন আক্তার রোজী, লুৎফুন্নেসা দোভাস বেবী, ,১০,১৩ ওয়ার্ড কাউন্সিলর তসলিমা নুরজাহান রুবী, রুমকি সেন গুপ্ত, হুরে আরা বিউটি, সিডিএফএ সভাপতি এস এম শহিদুল ইসলাম, সিজেকেএস কাউন্সিলর আলী হাসান রাজু, ওআইসি মহাসচিব এসএম আজিজ, ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নুরুল আজিম নুরু, ৩৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, চসিক একাদশের সাবেক ও বর্তমান খেলোয়াড়বৃন্দ। পরে বেলুন উড়িয়ে অতিথিবৃন্দ টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার মরিয়মনগর ইসলামী কিন্ডার গার্টেন স্কুলে বার্ষিক ক্রীড়া সম্পন্ন
পরবর্তী নিবন্ধগোলরক্ষক মহসিনের পাশে বিসিবি