চন্দনাইশ পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহবুবুল আলম চৌধুরী দলীয় নেতা-কর্মীদের নিয়ে পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন। গত শুক্রবার পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম চন্দনাইশ এবং সাতভাইয়ার পাড়া, দক্ষিণ হারলা এলাকায় গণসংযোগ, পথসভা, মাইকিং ও মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আনোয়ার চৌধুরী, বিএনপি নেতা মাহমুুদুর রহমান মাহাদু, মাহমুদ সওদাগর, সেলিম উদ্দিন, এহসান আলী, মো. ইসহাক কোম্পানি, মো. ইব্রাহীম, আক্তার হোসেন, মোজাম্মেল হক, মো. ইউছুফ, শাহাদত হোসেন, ভেট্টা মেম্বার, খায়ের আহম্মদ, যুবদল নেতা নেছার উদ্দিন, শহীদ উদ্দীন মিজানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় বক্তারা বলেন, চন্দনাইশ বিএনপির শক্ত ঘাঁটি। নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে এখানে বিএনপির বিজয় সুনিশ্চিত।
এদিকে ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর হেলাল উদ্দিন চৌধুরী (পাঞ্জাবি প্রতীক) তার নির্বাচনী এলাকায় গণসংযোগ, পথসভা, মাইকিং ও মতবিনিময় অব্যাহত রেখেছেন। গতকাল রোববারের গণসংযোগে উপস্থিত ছিলেন অ্যাড. কামাল উদ্দিন, ফরিদুল ইসলাম, মো. সোলাইমান, আবদুল মাবুদ, হেলাল উদ্দিন, মাসুদ পারভেজ, নুরুল ইসলাম, কলিম চৌধুরী, মো. মোসলেম, আজিম উদ্দিন, মোনায়েম খান প্রমুখ।