মেয়র একাডেমি কাপ টি-টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে ইস্পাহানি

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২৪ জুলাই, ২০২৫ at ৫:১৩ পূর্বাহ্ণ

মেয়র একাডেমি কাপ অনূর্ধ্ব১৮ টিটোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের অপর ফাইনালিষ্ট দল ইস্পাহানি ক্রিকেট একাডেমি। গতকাল সোমবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় ইস্পাহানি ১০১ রানের বিশাল ব্যবধানে চট্টগ্রাম ইয়ুথ ক্রিকেট একাডেমিকে পরাজিত করে ফাইনালে উঠে। ইস্পাহানি এখন ফাইনাল খেলবে আগের দিন প্রথম সেমিফাইনাল খেলায় বিজয়ী ব্রাদার্স ক্রিকেট একাডেমির সাথে। গতকাল টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে ইস্পাহানি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা ১৫৯ রান সংগ্রহ করে। উদ্বোধনী জুটিতে দুই ওপেনার নীলাচল বড়ুয়া এবং সাজ্জাদ হোসেন যোগ করেন ৩৫ রান। নীলাচল ১৮ বল খেলে ২৩ রানে আউট হয়ে যান। তার ইনিংসে ছিল ১টি চার এবং ২টি ছক্কা। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে সাজ্জাদ এবং মো. নূর ৬৯ রান তুলে দলীয় রান সংখ্যা শতের কোঠা পার করে দেন। দলীয় ১০৪ রানে অপর ওপেনার সাজ্জাদ হোসেন ৩৭ বল খেলে ২৮ রান করে আউট হয়ে যান। ২টি চার মেরেছিলেন তিনি। এরপর মো. নূর একাই দাঁড়িয়েছিলেন। দলের ১৩৯ রানে তিনি আউট হয়ে গেলে বাকিরা আর সুবিধা করতে পারেননি। নূর ৩৬ বলে সর্বোচ্চ ৬২ রান করেন ১টি চার এবং ৪টি ছক্কার সাহায্যে। বাকি ২০ রান তুলতে গিয়ে ৫টি উইকেটের পতন হয় ইস্পাহানির। এদের কেউই যেতে পারেননি দুই অংকের ঘরে। অতিরিক্ত থেকে জমা হয় ২৫ রান। চিটাগাং ইয়ুথ ক্রিকেট একাডেমির তাহির ২৬ রানে ৩টি এবং ইমরান ১৮ রানে ২টি উইকেট লাভ করেন। ১টি করে উইকেট পান আবিদ এবং জীবন।

জবাবে ব্যাট করতে নেমে চিটাগাং ইয়ুথ ক্রিকেট একাডেমি মোটেও সুবিধা করতে পারেনি। ১৩.৩ ওভার খেলে মাত্র ৫৮ রানে তারা থেমে যায়। ১৮ রানে উদ্বোধনী জুটি ভেঙে যাওয়ার পর বিরতি দিয়ে দিয়ে তাদের বাকি উইকেটের পতন ঘটেছে। উদ্বোধনী ব্যাটার তামিম সর্বোচ্চ ১৩ রান করেন। এছাড়া মাহিন করেন ১০ রান। বাকিরা ছিলেন এক অংকের ঘরে।

ইস্পাহানির তানজিবুল ইসলাম ১৬ রানে এবং সরফরাজ নেওয়াজ মাত্র ৪ রান দিয়ে ২টি করে উইকেটের পতন ঘটান। ১টি করে উইকেট পান রবিউল ইসলাম রবি এবং অন্তর সরকার। দ্বিতীয় সেমিফাইনালে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন ইস্পানী ক্রিকেট একাডেমির মো. নূর। আগের দিন ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন ব্রাদার্স ক্রিকেট একাডেমির মাহির আনোয়ার। ফাইনাল খেলার তারিখ এখনো নির্ধারিত হয়নি। টুর্নামেন্ট কমিটির সম্পাদক একেএম আবদুল হান্নান আকবর জানিয়েছেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেন কানাডা সফরে রয়েছেন। তিনি আগামীকাল (আজ) দেশে ফিরে আসার কথা। তিনি এলে ফাইনাল খেলার তারিখ নির্ধারণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধআফ্রিকার বিপক্ষে সিরিজ জিতে জিম্বাবুয়ে পৌছলো যুবারা
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার মরিয়মনগরে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ