মেয়র একাডেমি কাপ অনূর্ধ্ব–১৮ টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ব্রাদার্স ক্রিকেট একাডেমি। গতকাল সোমবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ব্রাদার্স ৬২ রানে বেসিক ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। টসে জিতে ব্রাদার্স প্রথমে ব্যাট করতে নামে। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা ১৪১ রান সংগ্রহ করে। দলীয় ৩২ রানে তাদের উদ্বোধনী জুটি ভাঙ্গার পর দ্রুত আরো তিনটি উইকেটের পতন হয় তাদের। ৪৮ রানে মোট ৪ উইকেট চলে যায় তাদের। ৫ম উইকেট জুটিতে সাদমান আল তাহসান এবং মাহির আনোয়ার ৬৫ রান যোগ করলে দলীয় রান সংখ্যা শতের কোঠা পার হয়। ১১৩ রানে মাহির নিজস্ব সর্বোচ্চ ৪৩ রানে আউট হয়ে যান। তিনি ২০ বল খেলে ১টি চার এবং ৫টি ছক্কার সাহায্যে ঐ রান করেন। মাহির আউট হলেও সাদমান টিকে থাকেন। কিন্তু তাকে সহায়তা দিতে পারেননি টেইলএন্ডাররা। ফলে ১৪১ রানে থেমে যায় তাদের ইনিংস। সাদমান ৪৩ বল খেলে ৪২ রানে অপরাজিত থাকেন। ৫টি চার ছিল তার ইনিংেস। এর আগে দুই ওপেনার আরশাদুল হক আয়ান ১৭ বলে ১৯ এবং মিফতাহুল আলম আয়ান ১৪ বলে ১৫ রান করেন। আরশাদ ২টি চার এবং মিফতাহুল ২টি চার ও ১টি ছক্কা হাঁকান। অতিরিক্ত থেকে আসে ১৩ রান। বেসিক ক্রিকেট একাডেমির মো. আদিল ১০ রানে ৩টি এবং মো. জিহাদ ২২ রানে ২টি উইকেট নেন। ১টি করে উইকেট পান ইয়ামিন এবং সাইমন। জবাব দিতে নেমে বেসিক ক্রিকেট একাডেমি ১৬.২ ওভারে মাত্র ৭৯ রানে সব উইকেট হারিয়ে ফেলে। শুরুতেই তারা উইকেট হারায়। মাত্র ৪ রানে দুই ওপেনার বিদায় হয়ে যান। তৃতীয় উইকেট জুটিতে ইমতিয়াজ হক এবং মেহরাব খান ৪১ রান যোগ করেন। ইমতিয়াজ ২৩ বলে ২টি চার এবং ১টি ছক্কায় ২৪ এবং মেহরাব ২৯ বলে ৩টি চারে ২০ রান করে আউট হন। শেষ দিকে ইয়ামিন আল উসাইদ ১৪ বল খেল ১২ রান করেন। বাকিদের আর কেউ দু’অংকের ঘরে যেতে পারেননি। ব্রাদার্স ক্রিকেট একাডেমির ফাইরিভ হুমায়ুন অহন ১৫ রান দিয়ে ৩টি উইকেট দখল করেন। এছাড়া নাসিম হোসেন, আবদুল্লাহ আবির এবং ইরফানুর রহমান প্রত্যেকে ২টি করে উইকেট শিকার করেন। ১টি উইকেট পান ফয়েজ আবরার। আজ ২৩ জুলাই সকাল ৯টায় টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে অংশ নেবে চট্টগ্রাম ইয়ুথ ক্রিকেট একাডেমি এবং ইস্পাহানী ক্রিকেট একাডেমি। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হবে।