চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর সাথে ঢাকায় নিযুক্ত ভারতীয় ডেপুটি হাই কমিশনার ড. বিনয় জর্জ সৌজন্য সাক্ষাত করেন। গতকাল বুধবার চসিক অস্থায়ী কার্যালয়ে সাক্ষাতকালে তাঁরা দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলাপ করেন। এসময় মেয়র চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্য ও গুরুত্ব তুলে ধরে বলেন, ভারত আমাদের বন্ধুপ্রতীম দেশ। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে আমাদের প্রায় এককোটি লোক ভারতে আশ্রয় গ্রহণ করেছিলেন। সেজন্য আমাদের বন্ধুত্ব চিরদিন অক্ষুন্ন থাকবে। তিনি বলেন, ভারত সরকার নগরীর আলোকায়নসহ নানা প্রকল্পের মাধ্যমে সহযোগিতা করেছেন যা এখনো অব্যাহত রয়েছে। মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় জলাবদ্ধতা ও বর্জ্য ব্যবস্থাপনায় সহযোগিতা করতে ডেপুটি হাইকমিশনারের মাধ্যমে ভারত সরকারের প্রতি আহ্বান জানান।
সাক্ষাতে ভারতীয় ডেপুটি হাইকমিশনার ড. বিনয় জর্জ বলেন, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক বিদ্যমান। নগরীতে এলইডি লাইট, বন্দরের বহুবিধ ব্যবহার, থিয়েটার কমপ্লেঙ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ নানা বিষয়ে জি টু জি ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম অব্যহত রয়েছে। এসময় উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনার ড. রাজিব রঞ্জন, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাসেম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












