চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছন, শুধু পুণ্য লাভ নয় তীর্থ ভ্রমণের ফলে চিত্ত ও প্রসারিত হয়। চসিক প্রতি বছর তীর্থ যাত্রায় বিভিন্ন সহযোগিতা দিয়ে যাচ্ছে। মেয়র বলেন, দীর্ঘ তীর্থ যাত্রায় বিভিন্ন জাতিগোষ্ঠি ও সমাজ-সভ্যতা-সংস্কৃতির সাথে পরিচয় ঘটে। সব ভেদাভেদ ভুলে মানুষে-মানুষে মিলনই ধর্ম।
গতকাল রোববার পুরাতন নগর ভবনের কেবি আবদুস ছাত্তার মিলনায়তনে চসিক তীর্থদর্শন পরিচালনা পরিষদের উদ্যোগে সনাতন সম্প্রদায় ও তীর্থ যাত্রীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পরিষদের আহবায়ক কাউন্সিলর পুলক খাস্তগীরের সভাপতিত্বে ও কানুলাল নাথের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন প্যানেল-মেয়র মো. গিয়াস উদ্দিন, কাউন্সিলর আবদুস সালাম মাসুম, জহর লাল হাজারী, কাউন্সিলর নীলু নাগ, রুমকী সেন গুপ্ত, চসিক স্পেশাল ম্যাজিষ্ট্রেট মনীষা মহাজন, প্রকৌশলী প্রবীর কুমার সেন, অরুন চৌধুরী, পিনাকী দাশ, পরিতোষ বিশ্বাস।
উল্লেখ্য তীর্থ যাত্রীগণ আগামী ১৮ নভেম্বর চসিক পুরাতন নগর ভবন চত্বর থেকে ভারতের উদ্যেশ্যে চট্টগ্রাম ত্যাগ করবেন। প্রেস বিজ্ঞপ্তি।