চট্টগ্রাম শিক্ষাবোর্ডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা এসএসসি’র প্রকাশিত ফলাফল চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর নিকট হস্তান্তর করেছেন বোর্ডের কর্মকর্তাগণ। নগরীর টাইগারপাসস্থ অস্থায়ী নগর ভবনে তাঁর দপ্তরে ফলাফল হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের উপসচিব মো. বেলাল হোসেন, বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী, চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার। মেয়র ফলাফল গ্রহণকালে সন্তোষ প্রকাশ করে বলেন, বৈশ্বিক মহামারির দুর্যোগময় পরিস্থিতিতে চট্টগ্রামের শিক্ষার্থীরা প্রায় শতভাগ পাশ করার মাধ্যমে যে কৃতিত্বের পরিচয় দিয়েছে তা প্রশংসনীয়। এই শিক্ষার্থীরাই দেশকে উন্নতির সোপানে এগিয়ে নিয়ে যাবে। প্রেস বিজ্ঞপ্তি।