মেয়রকে চসিকের ডাক্তারদের স্মারকলিপি

| বৃহস্পতিবার , ২৩ সেপ্টেম্বর, ২০২১ at ১২:২৪ অপরাহ্ণ

সিটি কর্পোরেশনে কর্মরত বিভিন্ন মাতৃসদন হাসপাতাল স্বাস্থ্য কেন্দ্র/দাতব্য চিকিৎসালয়ে অস্থায়ী মেডিকেল অফিসারবৃন্দ মেয়র রেজাউল করিম চৌধুরীর কাছে শূন্য পদে চাকরি স্থায়ীকরণের জন্য স্মারকলিপি প্রদান করেছেন। গত রবিবার নিজ কার্যালয়ে মেয়র ডাক্তারদের দাবিগুলো মনোযোগ সহকারে শুনেন এবং জ্যেষ্ঠতার ভিত্তিতে শূন্য পদের বিপরীতে যথাযথ নিয়ম অনুসরণ করে চাকরী স্থায়ীকরণের আশ্বাস দেন। প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন এবং মেয়রের সাথে একমত পোষণ করেন।
এই সময় উপস্থিত ছিলেন চসিক জেনারেল হাসপাতালের ইনচার্জ ডা. দীপা ত্রিপুরা, ডা. সৈয়দ দিদারুল মুনির রুবেল, ডা. মো. হাসান মুরাদ চৌধুরী, ডা. সুমন তালুকদার, ডা. শিল্পী ভৌমিক, ডা. জোনাকী দেবী, ডা. আজাদ আরশিল, ডা. উম্মে সুমি, ডা. হাজেরা নাজনীন, ডা. জুয়েল মহাজন, ডা. আকিল নাফে, ডা. খুকুমনি বড়ুয়া, ডা. জসিম উদ্দিন, ডা. কিশোর আচার্য্য, ডা. তাসলিমা, ডা. রেজাউল করিম, ডা. সামন্তী মুহুরীসহ অন্যান্য ডাক্তারবৃন্দ।
উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন অস্থায়ী কর্মকর্তা/কর্মচারীদের বয়স শিথিলযোগ্য কথাটি উল্লেখ ছিল না কিন্তু গত বছরের ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত একই নিয়োগ বিজ্ঞপ্তিতে বয়স শিথিলযোগ্য কথাটি উল্লেখ ছিল। চসিকের ইপিআই কার্যক্রম, মাতৃসদন হাসপাতালে নিরলস সেবাসহ কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রম এবং কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় নিয়োজিত থেকে ঝুঁকি নিয়ে সাফল্যের সাথে কাজ করে যাচ্ছেন চিকিৎসকবৃন্দ। দীর্ঘ ১৫/২০ বছর যাবত চাকরী করেও দীর্ঘ সময়ের অপেক্ষা ও শ্রম বৃথা হয়ে যাচ্ছে বিধায় গত ১৫ সেপ্টেম্বরের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি স্থগিত করে পুনরায় প্রকাশের অনুরোধ জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরেলের সম্পদ চুরিতে সিন্ডিকেট
পরবর্তী নিবন্ধশহীদ মুরিদুল আলম আলোর দিশারী হয়ে থাকবেন