মেহের বানু

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৬ জুন, ২০২১ at ১০:৩০ পূর্বাহ্ণ

বাদশাহ শিল্পগোষ্ঠীর প্রতিষ্ঠাতা বাদশাহ মিয়া সওদাগরের স্ত্রী মেহের বানু আর নেই। গতকাল সকাল দশটার দিকে নগরীর জয়নগরস্থ নিজস্ব বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দুই ছেলে, চার মেয়েসহ অনেক আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ আসর নামাজে জানাজা শেষে মরহুমা মেহের বানুকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। উল্লেখ্য, তিনি ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ ঈসা বাদশা (মহসীন) এবং মুছা বাদশাহ (রতন) এর মা।

পূর্ববর্তী নিবন্ধপারুল দে
পরবর্তী নিবন্ধখনা রানী বড়ুয়া