মেহেদী হাসান একাডেমি এবং ইলিট ফাইটার্স জয়ী

মুজিব শতবর্ষ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ২৬ ডিসেম্বর, ২০২০ at ৫:২৭ পূর্বাহ্ণ

কোয়ালিটি স্কুল অব ক্রিকেট আয়োজিত মুজিব শতবর্ষ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের গতকালের খেলায় জয় পেয়েছে মেহেদী হাসান ক্রিকেট একাডেমি এবং ইলিট ফাইটার্স। দিনের প্রথম ম্যাচে মেহেদী হাসান ক্রিকেট একাডেমি ৬ উইকেটে উদীয়মান ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে উদীয়মান ক্রিকেট একাডেমি ১৬১ রান সংগ্রহ করে। জবাবে মেহেদী হাসান ক্রিকেট একাডেমি ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। বিজয়ী দলের রাকিন ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। তার হাতে পুরষ্কার তুলে দেন কোয়ালিটি স্কুল অব ক্রিকেট এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার ফজলু। দিনের দ্বিতীয় খেলায় ইলিট ফাইটার্স একাডেমি ৬২ রানে পরাজিত করে ডার্ক নাইট ক্রিকেট একাডেমিকে। প্রথমে ব্যাট করতে নেমে ইলিট ফাইটার্স ১২৯ রান সংগ্রহ করে। জবাবে ডার্ক নাইট ক্রিকেট একাডেমি ৬৭ রানে অল আউট হয়। বিজয়ী দলের শহিদুল ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। তার হাতে পুরষ্কার তুলে দেন হাজেরা তজু স্কুল এন্ড কলেজ এর উপধ্যাক্ষ খুতুব উদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা ভলিবল দল গঠিত
পরবর্তী নিবন্ধনাইজেরিয়ায় পাওয়া গেল করোনার আরেকটি ধরন