মেহেদীর দাগ শুকানোর আগেই শ্বশুরবাড়ি থেকে লাশ হয়ে ফিরেছেন নববধূ সীমা আক্তার (২০)।
সোমবার গভীর রাতে ঈদগাঁও থানা পুলিশ তার মরদেহটি উদ্ধার করে।
উদ্ধার মরদেহের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন থাকায় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার পর থেকেই ওই নববধূর স্বামী হাসান পলাতক রয়েছে।
নিহত গৃহবধূ সীমা আক্তার কক্সবাজার সদরের ইসলামপুরের নুরুল কবিরের মেয়ে। গত ২০ জানুয়ারি পোকখালীর জাফর আলমের ছেলে হাসানের সাথে সীমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামীর বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগ উঠে।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, ঘটনার খবর পেয়ে গভীর রাতে মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর পর ময়নাতদন্ত শেষে আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকালে ঐ গৃহবধূর মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি।