মেহেদীবাগে রাতের অন্ধকারে দোকান উচ্ছেদের চেষ্টা

আজাদী প্রতিবেদন | শনিবার , ৪ মার্চ, ২০২৩ at ৯:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানাধীন মেহেদীবাগ এলাকায় রাতের অন্ধকারে বোলডোজার দিয়ে একটি প্রতিষ্ঠিত চেইন বেকারি শপ উচ্ছেদের চেষ্টা চালিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় পুলিশ বোলডোজারসহ একজনকে আটক করেছে।

গত বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। মূলত সালামিতে ক্রয়কৃত ‘কে’ বেকারি নামের দোকানটি উচ্ছেদ করে জায়গা দখলে নিতে এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন দোকানের মালিক প্রতিষ্ঠান মার্ট প্রমোটরস লিমিটেড। ঘটনার সত্যতা স্বীকার করেছেন চকবাজার থানার এসআই শফিউল আলম।

মার্ট প্রমোটরস লিঃ এর বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার শাখের হোসাইন জানান, মেহেদিবাগ এলাকায় সালামি দিয়ে দোকান কিনে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছিল মার্ট প্রমোটরস লিঃ এর প্রতিষ্ঠান কে বেকারি। সম্প্রতি বেশ কিছুদিন ধরে দোকানটি উচ্ছেদ পূর্বক সেখানে বহুতল ভবন নির্মানের চেষ্টা চালিয়ে আসছিলো পার্শ্ববর্তী জায়গার মালিক মঞ্জুরুল আলম গং। সালামির টাকা পরিশোধ না করে ও কোনো ধরনের ক্ষতিপূরণ না দিয়ে এবং চুক্তির শর্ত ভঙ্গ করে অবৈধভাবে কে বেকারি উচ্ছেদ প্রচেষ্টার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে মার্ট প্রমোটরস লিঃ। মামলার প্রেক্ষিতে কে বেকারি উচ্ছেদের বিরুদ্ধে আদালত নিষেধাজ্ঞা আরোপ করে। এই অবস্থার মধ্যে বৃহস্পতিবার দিনগত গভীর রাতে একদল সন্ত্রাসী বড় বোলডোজার ও ট্রাকলরি নিয়ে কে বেকারি ভেঙে গুড়িয়ে দেওয়ার চেষ্টা চালায়। এ সময় সন্ত্রাসীরা কে বেকারির সাইনবোর্ট, এসিসহ বিভিন্ন স্থাপনা ভেঙে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে। খবর পেয়ে চকবাজার থানা পুলিশের একটি দল তাৎক্ষণিক অভিযান পরিচালনা করলে পুলিশ বোলডোজারসহ একজনকে আটক করতে সক্ষম হয়। চকবাজার থানার এসআই শফিউল আলম জানান, গভীর রাতে বোলডোজার দিয়ে দোকান উচ্ছেদের খবর পেয়ে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী নিবন্ধশর্ট সার্কিটের আগুনে ১৩ দোকান পুড়ে ছাই
পরবর্তী নিবন্ধদিশেহারা বিএনপি এখন ষড়যন্ত্রে লিপ্ত : আমিন