মেহেদীবাগে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

স্বামী আটক

আজাদী অনলাইন | শনিবার , ৯ জুলাই, ২০২২ at ৪:০২ অপরাহ্ণ

নগরীর মেহেদীবাগে আলেয়া বেগম(৫২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় গোফরান উদ্দীন চৌধুরীর স্ত্রী।

আজ শনিবার(৯ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। আলেয়ার স্বামীকে আটক করেছে পুলিশ।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, আলেয়া বেগমকে দুপুর ১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ(চমেক) হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফেরদৌস জাহান বলেন, “মরদেহের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। স্বামী গোফরান উদ্দীন চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

পূর্ববর্তী নিবন্ধবিক্ষোভকারীদের দখলে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বাসভবন
পরবর্তী নিবন্ধমানুষ ভালো আছে বিধায় বিএনপির মন খারাপ