মেহমান ঘরে ঢুকতেই আচমকা হামলা

পেকুয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৮ জুন, ২০২১ at ৫:০৭ পূর্বাহ্ণ

ঘরে মেহমান এসেছে শুনেই উত্তেজিত হয়ে পিতা-পুত্র দুজন মিলে আচমকা মেহমানের উপর চড়াও হয়। এসময় দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে মেহমানকে। কিছু বুঝে উঠার আগেই রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে বাড়িতে আসা দুজন মেহমান। গতকাল সোমবার পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের পূর্ব গোঁয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুজনের মধ্যে আবদুল কাদেরের অবস্থার অবনতি হওয়ায় তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। হামলাকারী পিতা-পুত্র দুজনকে পুলিশের হাতে তুলে দিয়ে দিয়েছে এলাকাবাসী।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিকাল ৫ টার দিকে ওই এলাকার আবদুল খালেকের পুত্র আলী হোসেনের বাড়িতে মহেশখালী উপজেলার মাতারবাড়ী পুরাতন বাড়ি থেকে ২ জন লোক বেড়াতে আসে। বেড়াতে আসা ওই দুই ব্যক্তি ঘরে ঢুকতে না ঢুকতেই ঘরে থাকা আলী হোসেন ও তার পুত্র মেসবাহ উদ্দিন দা কিরিচ নিয়ে তাদের উপর চড়াও হয়, এলোপাতাড়ি কোপাতে থাকে। কিছু বুঝে উঠার আগেই বেড়াতে আসা ওই দুই ব্যক্তি রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আহত মেহমান দুজন হলে আবদুল কাদের (৪০), আবদুল আজিজ (৩৫)। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ভর্তি করালে আহত আবদুল কাদেরের অবস্থার অবনতি হওয়ায় তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পেকুয়া থানার এস আই আশরাফ জানান, বসতভিটার জমি কিনে দেয়ার লেনদেনের বিষয়ে ছোট দুই ভাই মাতারবাড়ি থেকে এসে পেকুয়ায় বড় ভাইয়ের বাড়িতে গেলে তাদের উপর হামলা করে আহত করা হয়। এ ঘটনায় আমরা দুজনকে আটক করে থানায় নিয়ে আসি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে পেকুয়া থানার অফিসার ইনচার্জ সাইফুর রহমান জানান, এ ঘটনায় এখনো লিখিত কোন অভিযোগ পাইনি। পেলে ব্যবস্থা নেব। বিষয়টি তদন্তাধীন। তবে ঘটনাস্থল থেকে অভিযুক্ত দুই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবদলি জেল খাটা সেই মিনুকে মুক্তির নির্দেশ
পরবর্তী নিবন্ধএমপি ও তৃণমূল নেতাদের নিয়ে কেন্দ্রে রুদ্ধদ্বার বৈঠক আজ শুরু