চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম বঙ্গবন্ধুর আহ্বানে ৬ দফা আন্দোলন, গণআন্দোলন, অসহযোগ আন্দোলন, গণঅভ্যূত্থানে অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি ২৪ মার্চ ১৯৭১ বন্দরের নিউমুরিং ১৭নং জেটিতে অবস্থানরত পাকিস্তানি অস্ত্রবাহী এম.ভি সোয়াত জাহাজ থেকে অস্ত্র খালাসে ডক শ্রমিক, ডক বন্দরের শ্রমিক কর্মচারী ও জনতাকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। তাঁর আন্দোলনের ফলে ডক শ্রমিক পরিচালনা বোর্ড চালু হয়েছিল। তিনি মেহনতী মানুষের মানুষের অকৃত্রিম বন্ধু ছিলেন। গত শনিবার নীমতলাস্থ একটি কমিউনিটি সেন্টারে শ্রমিক নেতা সিরাজুল ইসলামের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মরহুম সিরাজুল ইসলাম স্মৃতি সংসদের আহ্বায়ক আব্দুল খালেক চৌধুরীর সভাপতিত্বে ও জিয়াউর রহমান বাবুর সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন অ্যাডভোকেট মো. মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জাতীয় শ্রমিকলীগ নেতা বখতিয়ার উদ্দিন খান, হেলাল আকবর চৌধুরী বাবর, মো. আকতার উদ্দিন। বক্তব্য রাখেন জামাল উদ্দিন আহমেদ, শহীদুল ইসলাম বকুল, মেসবাহ উদ্দিন, মো. শাহাজাহান, আবদুল জলিল মেম্বার, বেলাল হোসেন, মো. ইকবাল, ইদ্রিস কেরানী, মো. আলম, মো. নিজাম উদ্দিন, মো. চান মিয়া, মো শাহজাহান, মো. হানিফ, মহিউদ্দিন মহাজন, আবুল হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।